পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা মোকাবেলায় সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী দেয়া হয়েছে। গতকাল নৌবাহিনীর পক্ষে ক্যাপ্টেন এম আক্তার হাসান সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম নুরুজ্জামান ও প্রধান চিকিৎসা কর্মকর্তা আরিফুল হকের নিকট জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন।
সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যসহ সংসদে কর্মরত সকল ব্যক্তিবর্গের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে দুই হাজার ৮০০ পিস মাস্ক, এক হাজার ৩০০ সেট হ্যান্ড গøাভস, ১২০ পিস পিপিই, ৭০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১২০ পিস হ্যান্ড স্যানিটাইজার, ১১০ পিস ফেস শিল্ড, ৯ পিস আইআর থার্মোমিটারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।