Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে করোনায় সুস্থতার হার বাড়ছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রামে করোনায় সুস্থতার হার বাড়ছে। বেশির ভাগ রোগী বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করে সুস্থ হয়ে উঠছেন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৭৩ জন। যা মোট আক্রান্তের ৫৪ শতাংশের বেশি। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার ২৭৯ জন। আর বাসায় থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫৯৪ জন।

গতকাল নতুন করে আরো ২৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ছয়টি ল্যাবে সর্বোচ্চ এক হাজার ৪৭১ জনের নমুন পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২০৪।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বর্তমানে করোনা হাসপাতালে ভর্তি আছেন ৩১১ জন। বাসায় চিকিৎসাধীন ৭৪২ জন। বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯১ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরো ২৮৬ জন। বেসরকারি হাসপাতালের আইসিইউতে আছেন ৪৭ জন। হাই ফ্লো ক্যানোলা ব্যবহার হচ্ছে ৩৯টি। সিভিল সার্জন বলেন, চট্টগ্রামে সুস্থতার হার বাড়ছে। শনাক্তের হারও কমে আসছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে সংক্রমণ ধীরে ধীরে আরও কমে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ