Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

১২ জুলাই থেকে হাফিজিয়া মাদরাসা চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ৯:৪৩ পিএম

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ থেকে দেশের সকল হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে দেশের সকল হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবিচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. আবুল কালাম আজদের স্বাক্ষরিত এক সার্কুলারে হাফিজিয়া মাদরাসা ও হিফজখানার শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা জারি করা হয়। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল হাফিজিয়া মাদরাসা ও হিফজখানার কার্যক্রম দীর্ঘদিন যাবত বন্ধ ছিল। এতে ছাত্র ছাত্রীরা পবিত্র কুরআনের ইয়াদ হারিয়ে ফেলতে ছিল।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৮ জুলাই, ২০২০, ১০:১৮ পিএম says : 0
    এটা আবার কোন আলামত...... সরকার এখানে যে সিদ্ধান্ত নিয়েছে এটা কোনভাবেই সমর্থন যোগ্য নয়। হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানা চালু করার কারণটা বুঝাগেলনা। শিক্ষাপ্রতিষ্ঠান যখন খুলবে তখন সবই একসঙ্গে খুলবে এটাই হওয়া উচিৎ। কিন্তু এখানে শুধু হাফিজ হবার জন্যে যেসব মাদরাসা রয়েছে শুধু সেসব খোলার কারণটা কি পরীক্ষামূলক??? এরমানে হচ্ছে যদি কোন ক্ষতি হয় এই হাফজ ছাত্রদেরই হবে আর যদি না হয় তাহলে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এটাই কি সরকারের পরিকল্পনা??? তাহলে হাফিজিয়া মাদরাসার ছাত্ররা গিনিপিগ হিসাবে কাজ করছে......... আল্লাহ্‌ আমাদের দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সততার সাথে তাদের দায়িত্ব পালন করার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ