বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
আওয়ামী লীগ নেতৃত্বধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পেয়ে আমির হোসেন আমু বলেছেন, এই মুহূর্তে জোট করোনা রোধে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা তৈরিতে নজর দিতে চায়। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করা হবে।
১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পাবার পর আজ বুধবার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আমু বলেন, দীর্ঘদিন ১৪ দলের সঙ্গে কাজ করেছি। এই জোট যখন সৃষ্টি হয় সেই সময়ে থেকে আমি এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কঠিন সরকারবিরোধী আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আজকে সেই পুরোনো দিনে নতুন করে সম্পৃক্ত হওয়ার যে সুযোগ প্রধানমন্ত্রী দিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন ১৪ দলীয় জোট তা বাস্তবায়নে কাজ করবে জানিয়ে নতুন মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বেই ১৪ দল সৃষ্টি হয়েছিল। তিনিই ১৪ দলেরে নেতা। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমরা বিভিন্ন সময়ে বাস্তবায়ন করেছি। যৌথ কর্মসূচি তিনি যেটা দিয়েছেন আন্দোলন-সংগ্রামে আমরা সেটি বাস্তবায়ন করেছি।’
‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়িত করতে জনগণকে সচেতন করতে হবে। তাদের বোঝাতে হবে যে, লকডাউন পুরোপুরি বাস্তবায়ন হলে এত সংক্রমণ হতো না। বিভিন্ন রকমের সচেতনতা তৈরিই হচ্ছে আজকে মূলকাজ।’
১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশে আমু আরো বলেন, ‘যে যেখানে আছেন তাদের অনুরোধ করব, তারা যেন এটা বাস্তবায়ন করেন এবং এতে দৃষ্টি দেন। পরবর্তী সময়ে ১৪ দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করব।’
এ সময় ১৪ দলের সাবেক মুখপাত্র প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন আমির হোসেন আমু। তিনি বলেন, ‘১৪ দল তাঁকে হারিয়ে অনেক ক্ষতি হয়েছে। চেষ্টা করব সেই ক্ষতি পূরণ করতে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।