Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তায় সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম


রাতের আঁধারে ফুটপাতে নবজাতকের কান্না শুনে এগিয়ে যান এক যুবক। দেখেন রক্তে মাখামাখি মায়ের পাশে সড়কে গড়াগড়ি করছে ফুটফুটে কন্যা শিশু। সাথে সাথে বন্ধুদের খবর দিয়ে এনে নবজাতকসহ মাকে নিয়ে ছুটেন নগরীর পতেঙ্গায় সিএমপি-বিদ্যানন্দ করোনা ফিল্ড হাসপাতালে। সেখানকার চিকিৎসক সেবিকারাও পরম মমতায় এই প্রসূতির যতœ নেন। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার রক্তের প্রয়োজন হলে রাতেই ওই যুবকরা রক্ত দেন তাকে। এ ভাবে এক মা ও শিশুর জীবন বাঁচে। পতেঙ্গা থানার ওসি উৎপল বড়–য়া বলেন, মা ও নবজাতক বর্তমানে ভালো আছেন। পতেঙ্গায় ফিল্ড হাসপাতালের অদূরে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী সন্তান প্রসব করেন। মনে হচ্ছে ওই নারী ‘মানসিক ভারসাম্যহীন’। তার নাম-ঠিকানা কিছু বলতে পারেন না। আশপাশের এলাকায় খোঁজ-খবর নেয়া হচ্ছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ