Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই সপ্তাহে স্বর্ণের দর সর্বোচ্চ

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক ঃ মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজারে গত কয়েক দিন স্বর্ণের বাজার ছিল ঊর্ধ্বমুখিতায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা-সংক্রান্ত এক বিবৃতির পরিপ্রেক্ষিতে ধাতুটির মূল্য বেড়ে দাঁড়িয়েছে দুই সপ্তাহে সর্বোচ্চে। বিবৃতিটি প্রকাশের পর বাজার-সংশ্লিষ্টদের মধ্যে ধারণা তৈরি হয়, যুক্তরাষ্ট্রে সহসাই সুদহার বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না ফেড। সংশ্লিষ্টদের এ ধারণার পরিপ্রেক্ষিতে এদিন স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দর বাড়লেও কমেছে প্যালাডিয়ামের। আগের দিনের চেয়ে দশমিক ৫ শতাংশ বেড়ে এদিন মূল্যবান ধাতুটির বাজার স্থির হয় প্রতি আউন্স ১ হাজার ৩৪১ ডলার ২০ সেন্টে। ফ্যাক্টসেট ডাটার হিসাব অনুযায়ী, দিনে সর্বাধিত লেনদেনকৃত চুক্তির আওতায় এদিন ১৩ জুলাইয়ের পর সর্বোচ্চে স্থির হয়েছে পণ্যটির মূল্য। জানা গেছে, মূল্যবান ধাতুর বাজারে গত বুধবার দিনের শেষ পর্যায় থেকে বাড়তে শুরু করে স্বর্ণের দাম। বিনিয়োগকারীদের ধারণা, সেপ্টেম্বরে সুদহার বাড়ানোর সম্ভাবনা চালু রাখলেও, তা শেষ পর্যন্ত বাস্তবায়নে সক্ষম হবে না ফেড। কোনো কোনো ব্যবসায়ীর মতে, ফেডের বিবৃতিতে বরং সহসাই সুদহার না বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্যের ইইউ ত্যাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে (ব্রেক্সিট) বৈশ্বিক অর্থনৈতিক পরিমন্ডলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরেকটু সময়ক্ষেপণ করবে ফেড। এর আগেও স্বর্ণের বাজারদর ঊর্ধ্বমুখী করে তোলায় সহায়ক ভূমিকা রেখেছে ব্রেক্সিট থেকে সৃষ্ট অনিশ্চয়তা। প্রসঙ্গত, সুদমুক্ত হওয়ায় দরবৃদ্ধি ছাড়া স্বর্ণে বিনিয়োগ থেকে ব্যবসায়ীদের পক্ষে লাভবান হওয়া সম্ভব নয়। এ কারণে বর্ধিত সুদহারের ক্ষেত্রে সুদযুক্ত আর্থিক সম্পত্তিগুলোর বিপরীতে স্বর্ণের বিনিয়োগ চাহিদা হ্রাস পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই সপ্তাহে স্বর্ণের দর সর্বোচ্চ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ