পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক ঃ স্মার্টফোন হার্ডওয়্যার খাতে লোকসান এবং নকিয়ার সেলফোন বিভাগ অধিগ্রহণের কারণে ৭৬০ কোটি ডলার ক্ষতির মুখে দাঁড়িয়ে সময়টা খুব ভালো যাচ্ছে না মাইক্রোসফটের। এজন্য কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। সম্প্রতি আরো ২ হাজার ৮৫০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রভাবশালী এ সফটওয়্যার নির্মাতা। মাইক্রোসফট এর আগে ১ হাজার ৮৫০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। অর্থাৎ ২০১৭ অর্থবছরের মধ্যে বিশ্বব্যাপী মোট ৪ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। পিসি ওয়ার্ল্ড প্রকাশিত গত শুক্রবারের এক প্রতিবেদন অনুযায়ী, গত জুনে শুধু স্মার্টফোন ইউনিট থেকে ৭ হাজার ৪০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। বিবৃতি অনুযায়ী, নকিয়া অধ্যায় খুব দ্রæতই শেষ করে দেয়া হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা জানান, ডিভাইস-সম্পর্কিত নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং সব ধরনের মোবাইল প্লাটফর্মের পরিবর্তে ক্লাউড সেবার দিকে বেশি নজর দেয়া হবে। সাম্প্রতিক ছাঁটাইয়ের ঘোষণার ফলে নকিয়ার যেসব কর্মী মাইক্রোসফটের অধীন কাজ করতেন, তাদের অধিকাংশই চাকরি হারাবেন। লুমিয়া ও উইন্ডোজ ফোনের ব্যবসায় কৌশলগত ব্যর্থতার কারণে বিক্রির হার কমে যায়, যার মারাত্মক প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।