পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক ঃ চলতি বছরের জুনে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের নিট বিদেশী সম্পদের পরিমাণ মে মাসের চেয়ে ১ হাজার ১০০ কোটি ডলার কমেছে। জুনে কেন্দ্রীয় ব্যাংকটির নিট বিদেশী সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ২০০ কোটি ডলার। বৃহস্পতিবার দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। বৈশ্বিক বাজারে তেলের কম দাম সৌদি আরবের বাজেটে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশাল বাজেট ঘাটতি পূরণে মজুদ হিসাব করেছে দেশটি। সরকারি পরিসংখ্যান অনুসারে, এক বছর আগের চেয়ে সম্পদ কমেছে ১৫ দশমিক ৯ শতাংশ, যা ২০১২ সালের পর সর্বনিম্ন। কমতে শুরুর আগে ২০১৪ সালের আগস্টে সম্পদের পরিমাণ সর্বোচ্চ ৭৩ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়ায়। এদিকে সম্পদ কমার গতি মন্থর করতে বিদেশ থেকে ঋণের মাধ্যমে ঘাটতি পূরণে সচেষ্ট হয়েছে সৌদি সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।