Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুর পৌরসভার নামে গাড়ি থেকে চাঁদা না উঠাতে মেয়রের মাইকিং

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৫:১৯ পিএম

ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় পরিবহণ থেকে পৌরসভার নামে কোন প্রকার চাঁদা উঠানো যাবে না বলে মাইকিং করেছেন ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক। সোমবার সন্ধ্যায় মেয়র ওই মাইকিং করেন। মাইকিং করে মেয়র বলেন, ফুলপুর গোল চত্বরসহ পৌর এলাকা থেকে অটো রিকসা, সিএনজি, মাহিন্দ্র,নসিমন ও করিমনসহ এ ধরনের গাড়ি থেকে ফুলপুর পৌরসভার নামে কোন চাঁদা গ্রহণ বা প্রদান করা যাবে না। তিনি অটো রিকসা, সিএনজি, মাহিন্দ্র,নসিমন ও করিমনসহ বিভিন্ন গাড়ির মালিক ও শ্রমীকদের উদ্দেশ্যে বলেন, করোনায় মানুষ খেয়ে বাঁচতে পারছে না। এর মধ্যে আবার চাঁদা। এটা যেন মরার উপর খড়ার ঘা। তোমরা কেউ পৌরসভার মানে চাঁদা দিবে না। কেউ চাঁদা দাবি করলে সাথে সাথে আমাকে বা ওসি ও এএসপিকে ফোন করে জানাবে। আমি সকলের নাম্বার দিয়ে গেলাম।

জানা যায়, ফুলপুর গোল চত্বর, বাসষ্ট্যান্ড, আমুয়াকান্দা মোড়, পয়ারী রোড ও বালিয়া মোড়ে একটি মহল দীর্ঘ দিন ধরে পৌরসভার নামে রশিদ তৈরী করে প্রকাশ্যে অটো রিকসা, সিএনজি, মাহিন্দ্র,নসিমন ও করিমনসহ বিভিন্ন গাড়ি থেকে চাঁদা নিচ্ছে। প্রকাশ্যে পৌরসভার নামে রশিদ দিয়ে এই চাঁদা উঠালেও এতদিন কেউ কিছু বলেনি। হঠাৎ পৌর মেয়র মোঃ আমিনুল হক এই চাঁদা উঠানো বন্ধের নির্দেশ প্রচার করায় অটো রিকসা, সিএনজি, মাহিন্দ্র,নসিমন ও করিমনসহ বিভিন্ন গাড়ির মালিক ও শ্রমীক খুশি হয়েছেন। সেই সাথে সাধারণ মানুষ।



 

Show all comments
  • MANIK ৭ জুলাই, ২০২০, ৫:৩৫ পিএম says : 0
    ভাই আপনাকে অনেক ধন্যবাদ মেয়র আনিসুল হক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ