Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে পৃথক অভিয়ানে ১শ লিটার মদ সহ আটক ২

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৪:৪০ পিএম

পৃথক অভিযানে ১শত লিটার দেশীয় বাংলা মদ সহ জসীম উদ্দিন ও নুর হোসেন নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বলেন, চট্টগ্রাম জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম মহোদয় এর নির্দেশ মোতাবেক মীরসরাই থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় দুইটি পৃথক অভিযানে এস,আই মহিউদ্দিন মাসুম এর নেতৃত্বে উপজেলান ৯নং মীরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইস এলাকায় অভিযান চালিয়ে এলাকার মাদক সম্রাট জসিম উদদীন (৩৫) কে ৭০ লিটার বাংলা মদ সহ এবং এসআই শওকত হোসেন এর নেতৃত্বে অপর একটি অভিযানে মিঠাছড়া এলাকা হইতে মাদক ব্যাবসায়ী নুর হোসেনকে (৩৬)কে ৩০ লিটার দেশী মদ সহ গ্রেফতার করা হয়েছে। তারা এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করে ধ্বংসের দিকে নিচ্ছিল বলে এলাকার লোকজন তাদের গ্রেফতার করায় পুলিশের ভূয়সী প্রশংসা করছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ