Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় আক্রান্ত হয়ে কাপ্তাই উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৪:৩৭ পিএম

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শিবু চাকমা করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (৭ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর বাড়ী রাংগামাটি জেলার চম্পকনগরে।

কাপ্তাই প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) শিবু চাকমা করোনা উপসর্গ নিয়ে গত ২৩ জুন চট্রগ্রাম ইউএসটিসিতে ভর্তি হন। ২২ জুন তিনি রাংগামাটিতে নমুনা দিয়েছিলেন এবং গত ২৮ জুন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। গত ৩-৪ দিন আগে তাঁর অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয় এবং মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা উপ সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শিবু চাকমা ৪ নং কাপ্তাই ইউনিয়ন এবং ৫ নং ওয়াগ্গা এলাকার দায়িত্ব ছিলেন এবং কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

এদিকে, শিবু চাকমার শেষকৃত্য অনুষ্ঠান তাঁর গ্রামের বাড়ি রাঙমাটি শহরের চম্পক নগরে সম্পন্ন হয় বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ