Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেবি বাম্পের ছবি শেয়ার করলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৪:১৮ পিএম

নিজের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে ভক্তদের মাঝে খুশীর সংবাদ ভাগ করে নিয়েছিলেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এরপরই অন্তর্জালে রীতিমতো আলোচনা শুরু হয়ে যায়। সেসময় টলিগঞ্জের তারকারা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে বিন্দুমাত্র ভুল করেননি। দুর্দিনেও এমন খবরে দারুণ খুশি হয়েছিলেন ভক্তরা।

সম্প্রতি নিজের ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন নির্মাতা রাজ পত্নী শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে ঘরের এক কোণে দাঁড়িয়ে নবাগত সন্তানকে আদর করছেন নায়িকা। পড়নে কালো টপস ও মাথায় ঝুটি বেঁধেছেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হলো, নিজের মধ্যে আরেকটি জীবনকে বাড়তে দেখা! প্রিয় নায়িকার এমন ছবি হাতে পেয়ে আবেগাপ্লুত তার ভক্তরা। সোশ্যাল মিডিয়াতেই তাকে সুস্থ থাকার অনুরোধ জানাচ্ছেন সবাই।

গেল কয়েকদিন আগে এক অনলাইন জরিপে 'পরিণীতা' সিনেমাতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন শুভশ্রী। চীনা কোম্পানির স্পনর করা ওই পুরস্কার গ্রহণ করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন রাজ-শুভশ্রী দম্পতি। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি তাদের দু'জনের কেউই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ