Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে সহোদর ২ ভাইকে পিটিয়ে আহত করল দুর্বৃত্তরা

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৩:০৪ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সহোদর ২ ভাইকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আর এ ঘটনাটি ঘটেছে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বয়ড়া বাজারে গত রোব্বার সকালে। মঙ্গলবার সকালে সরিষাবাড়ী হাসপাতালে গেলে চিকিৎসারত ২ ভাই জানান, আমার ফুপুদের কাছে বিবাদীদের নাকি ১০ শতক জমির জামেলা চলছিল। এরই সুত্রপাত ধরে বয়ড়া বাজারের মৃত দানেছ আলী তালুকদারের বড় ছেলে ঘাটাইল উপজেলা হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক ডাঃ হুমায়ুন কবীরের ছোট ভাই ঢাকা কাওরান বাজার এলাকার বাংলার খবর প্রতিদিনের রিপোর্টার রোজাইন কবীর ৫ জুলাই রোব্বার সকালে বয়ড়া বাজারে তাদের বাসার পাশে চায়ের দোকানে বসে চা পান করতে ছিল। এমন সময় বয়ড়া বাজারের প্রভাবশালী কলিম উদ্দিন মন্ডলের ছেলে ইলিয়াস উদিন, তার ছেলে জাহাঙ্গীর ও সামাদসহ কতিপয় দুর্বৃত্ত সাংবাদিক রোজাইন কবিরের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় রোজাইন কবীর আহতের খবর শুনে বড় ভাই ডাঃ হুমায়ুন কবীর দৌড়ে ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা তাকেও পিটিয়ে আহত করে। আহত দুই ভাই এখন সরিষাবাড়ী হাসাপতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একই দিন বিকেলে রোজাইণ কবীূর বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করে। সরিষাবাড়ী থানার এস আই শামীম হোসেন বলেন বাদীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম এবং এর সততা পাওয়া গেছে। স্থানীয় পোগলদীঘা ইউনিয়ণের চেয়ারম্যান সামস উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, ঘটনা শুনেছি এবং উভয় পক্ষকে বসে মিমাংশার কথা বলেছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ