পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১৩১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়। চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৯ জন। উপসর্গ নিয়ে আগে মৃত্যুবরণকারী ৬ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। গতকাল সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
৭টি ল্যাবে মোট ১৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১০ হাজার ১৮০। গতকাল সুস্থ হয়েছেন আরো ১৭৯ জন। এই নিয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৩২ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩১১ জন, বাসায় আইসোলেশনে আছেন ৭৫২ জন। বেসরকারি হাসপাতালে করোনা রোগী আছেন ৯৪ জন, আইসিইউতে আছেন ২৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩১১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।