বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের রাউজানে পুকুরে পড়ে মো. ইসমাঈল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট কুলালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট কুলালপাড়ার মো. ইব্রাহিমের একমাত্র ছেলে।
নিহতের প্রতিবেশী চাচা মো. জয়নাল বলেন, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে মসজিদের পুকুরে ছেলেরা গোসল করতেছিল। এ সময় শিশু ইসমাঈল পুকুর ঘাটে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সবার অগোচরে শিশু ইসমাঈল পুকুরে পড়ে যায়। পরে ইসমাঈলকে তাদের সাথে দেখতে না পেয়ে তার মা-বাবা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে শিশুটিকে ওই পুকুর থেকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে নোয়াপাড়া পথেরহাটের কসমিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।