Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কমলগঞ্জের দলই চা বাগানে অভিযুক্ত ব্যবস্থাপককে সাময়িক প্রত্যাহার

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ৭:২৬ পিএম

গাছ কাটার অভিযোগে গত ২৩ জুন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী দলই চা বাগান ব্যবস্থাপকের হামলায় শ্রমিক সন্তান হীরা ভর (২২) হামলায় আহত হন। ওইদিন বিকালে ব্যবস্থাপক ইচ্ছে মাফিক নির্যাতিত হীরা ভরের বাবা চা শ্রমিক রাধে শ্যামের কাছ থেকে মুচলেখা নিয়ে ২৯ জুনের মধ্যে স্বপরিবারে চা বাগান ত্যাগ করার নির্দেশ দেন। এ ঘটনায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে ২৯ জুন চা শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার সামনে ধর্মঘট শুরু করলে অভিযুক্ত ব্যবস্থাপক নিরাপত্তাহীনতায় বাগান ত্যাগ করেন।
রোববার ( ৫ জুলাই ) দলই চা বাগান কোম্পানীর ডিজিএম খালেদ খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, দলই চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বৈঠকে চা শ্রমিকদের প্রতিবাদের মুখে অভিযুক্ত ব্যবস্থাপক আমিনুল ইসলামকে সাময়িক দলই চা বাগান কোম্পানীর প্রধান কার্যালয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়। একই সাথে চা বাগানে স্বাভাবিক কাজকর্ম পরিচালনার জন্য সহকারি ব্যবস্থাপক জাকারিয়া হাবিবকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু ধলাই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইকা বলেন, বৈঠকে দলই চা বাগান কোম্পানীর ডিজিএম খালেদ খান বলেন, প্রধান কার্যালয়ের মতামত ছাড়া তিনি আপাতত কোন সিদ্ধান্ত দিতে পারবেন না। তাই সাময়িকভাবে ব্যবস্থাপক আমিনুল ইসলামকে প্রধান কার্যালয়ে কাজ করতে হবে। আর চা বাগানের স্বাভাবিক কাজকর্মের জন্য সহকারি ব্যবস্থাপক জাকারিযা হাবিবকে দলই চা বাগানের সহকারি ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলই চা বাগানের সহকারি ব্যবস্থাপক জাকারিয়া হাবিব বলেন, মূলত ডিজিএম তদারকিতে থাকবেন। আর তিনি দলই চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলই চা বাগান কোম্পানীর ডিজিএম খালেদ খান বলেন, প্রধান কার্যালযের উর্দ্ধতন কর্মকর্তাদের মতামতের জন্য কয়েক দিন সময় নেওয়া হয়েছে। এ সময়টুকুতে ব্যবস্থাপক আমিনুল ইসলাম প্রধান কার্যালয়ে থাকবেন। আর তিনি রাউন্ডে থেকে বাগান তদারকি করবেন। আর সহকারি ব্যবস্থাপক দলই চা বাগানের সমায়কি ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ