Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় মামার হাতে শিশু ভাগ্নি খুন

ভালুকা (ময়মনসিংহ) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ৫:১১ পিএম

ময়মনসিংহের ভালুকায় পাষ- মামার হাতে রায়না আক্তার (৫) নামে এক শিশু খুন হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যারাতে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার বানিয়ার টেক এলাকায়।
নিহত রায়না আক্তার ওই এলাকার রাসেল আহমেদের মেয়ে। অভিযুক্ত ঘাতক আশাদুল ইসলাম আশুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ভরাডোবা বানিয়ারটেক এলাকার মিল শ্রমিক রাসেল আহমেদের শিশুকন্যা রায়না আক্তার তাদের নিজ ঘরে ছবি আঁকছিলো। এ সময় তার মামা আশাদুল ইসলাম আশু রায়নাকে ডেকে নিয়ে তার নিজ ঘরে কুদাল দিয়ে কুপিয়ে হত্য করে ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়।
সন্ধ্যায় রায়নাকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। এক পর্যায়ে রায়নার মা রেহেনা আক্তার আশুর ঘরের সামনে শিশুটির জুতা পড়ে থাকতে দেখে পরিবারের লোকদের জানান। পরে আশুর ঘরের দরজার তালা ভেঙে মেঝেতে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় রায়নার লাশ পাওয়া যায়।খবর পেয়ে মডেল থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।এ ঘটনায় অভিযুক্ত ঘাতক আশাদুল ইসলাম আশুকে উপজেলার সিডস্টোর বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে অজ্ঞান অবস্থায় গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ