Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যু চিকিৎসক ও কৃষি কর্মকর্তার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফার্মাকোলজির প্রফেসর ডা. একেএম নুরুল আনোয়ার এবং বগুড়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কাসেম আজাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের মধ্যে- ডা. একেএম নুরুল আনোয়ার রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডা. একেএম নুরুল আনোয়ার ফার্মাকোলজির কিংবদন্তি প্রফেসর ছিলেন। ইব্রাহিম মেডিকেল কলেজকে বর্তমান অবস্থানে আনার পেছনে তার অক্লান্ত পরিশ্রম ছিল। তার মৃত্যুতে আমরা এক অভিভাবককে হারালাম। ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে বগুড়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাসেম আজাদ রোববার সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নমুনা পরীক্ষায় গত ২৫ জুন তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গিয়েছিল। যে কারণে তিনি তার পরিবারের কাছে ময়মনসিংহে চলে গিয়েছিলেন। সেখানে মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ