Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় গলায় গামছা পেঁচিয়ে এক শিক্ষার্থী মৃত্যু

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় গোসল করার সময় গলায় গামছা পেঁচিয়ে রুপায়ন পাল (১২) নামের এক শিক্ষার্থী  মারা গেছে। শনিবার দুপুরের দিকে বাথরুমের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাটি ঘটে পৌর শহরের কুমারপট্টি এলাকায়। নিহত রুপায়ন খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বিদ্যালয় থেকে ফিরে ঘরে বসে টেলিভিশন দেখার পরে রুপায়ন গামছা নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। অনেক সময় পরে তার খোঁজ না পেয়ে দরজা ভেঙ্গে গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়। তারা ধারনা করছেন শরীর মোছার সময় গলায় গামছায় পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে রুপায়ন মারা গেছে। তার মৃতদেহ কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানা ওসি জি এম শাহনেওয়াজ জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

 

Kjvcvovq Mjvq MvgQv †cwP‡q GK wkÿv_x© g„Zz¨

Kjvcvov(cUzqvLvjx)cÖwZwbwa,30RyjvB|| cUzqvLvjxi Kjvcvovq †Mvmj Kivi mgq Mjvq MvgQv †cwP‡q iæcvqb cvj (12) bv‡gi GK wkÿv_x©  gviv †M‡Q| kwbevi `ycy‡ii w`‡K ev_iæ‡gi `iRv †f‡½ Zvi g„Z‡`n D×vi Kiv nq| G NUbvwU N‡U †cŠi kn‡ii KzgvicwÆ GjvKvq| wbnZ iæcvqb †Lcycvov g‡Wj gva¨wgK we`¨vj‡qi 6ô †kÖbxi wkÿv_x©| Zvi g„Zz¨‡Z mncvVx‡`i g‡a¨ †kv‡Ki Qvqv †b‡g Av‡m|

cvwievwiK my‡Î Rvbv †M‡Q, we`¨vjq †_‡K wd‡i N‡i e‡m ‡Uwjwfkb †`Lvi c‡i iæcvqb MvgQv wb‡q †Mvmj Ki‡Z ev_iæ‡g cÖ‡ek K‡i| A‡bK mgq c‡i Zvi †LvuR bv †c‡q `iRv †f‡½ Mjvq MvgQv †cPv‡bv jvk D×vi Kiv nq| Zviv avibv Ki‡Qb kixi †gvQvi mgq Mjvq MvgQvq †cwP‡q k^vm‡iva n‡q iæcvqb gviv †M‡Q| Zvi g„Zz¨‡`n Kjvcvov nvmcvZv‡j wb‡q †M‡j KZ©e¨iZ Wv³vi Zv‡K g„Z †Nvlbv K‡ib|

Kjvcvov _vbv Iwm wR Gg kvn‡bIqvR Rvbvb, G NUbvq GKwU BDwW gvgjv n‡q‡Q|



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ