বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল এবং দুপুরে জেলা শহরের ডোকরোপাড়া ও জালাসী এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- পৌরসভা এলাকার ডোকরোপাড়া গ্রামের আশরাফুল ইসলামে প্রতিবন্ধী ছেলে মো. মানিক (১৩) এবং জালাসী গ্রামের মফিদুল ইসলামের দেড় বছরের শিশু মো. রোহান।
স্থানীয়রা জানায়, সকালে জালাসী পাড়ার শিশু রোহান পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে যায়। এসময় পা পিছলে পানিতে পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারে সদস্যরা পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
অন্যদিকে, শহরের ডোকরোপাড়া মহল্লার প্রতিবন্ধী শিশু মানিক দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। এক পর্যায়ে সে পুকুরে নেমে পড়ে এবং পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এসএম মাহাবুব উল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।