Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে একজন নিখোঁজ

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ৮:১৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি খেয়া নৌকা ডুবির ঘটনায় একজন নিখোাঁজ হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুরে দেড়টার সময়। নিঁখোজ যাত্রীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরীর দল। প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে সদরঘাট নৌ-থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া জানান, কেরানীগঞ্জের আগানগর ঘাট থেকে ৫/৬জন যাত্রী নিয়ে খেয়া নৌকাটি বুড়িগঙ্গার বাদামতলী ঘাটের দিকে আসছিল। এসময় ওই ঘাটে ভিড়ানো এমভি মিরাজ-৬ নামে একটি লঞ্চ হঠাৎ পিছনের দিকে বেগার দিলে লঞ্চের সাথে ধাক্কা লেগে নৌকাটি নদীতে ডুবে যায়। এতে আশে-পাশের অন্যান্য নৌকার মাঝিরা দ্রুত ঘটনাস্থলে এসে ডুবে যাওয়া নৌকার মাঝিসহ কয়েকজনকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসলেও একজন যাত্রী পানিতে তলিয়ে নিঁখোজ হয়।তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ