Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ সাধুর চুল কেটে ও পিটিয়ে নির্যাতন, আস্তানায় আগুন

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের গোবিন্দপুর মোল্লারচারাস্থ সাধু জুলমত খাঁর আস্তানায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় সাধু জুলমত খাঁ (৬৫) ও সাধু নগেন হালদারকে (৬০) চুল কেটে এবং পিটিয়ে অমানুষিক নির্যাতন করে।
শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতিত জুলমত খা একই গ্রামের মৃত খোরশেদ মণ্ডলের ছেলে এবং একই উপজেলার চণ্ডিপুর গ্রামের।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর মোল্লাচারস্থ সাধু জুলমত খাঁর আস্তানায় ৯-১০ জন মুখোশধারী দুর্বৃত্ত হানা দেয়। এরপর জুলমত খা, তার স্ত্রী মোমেনা খাতুন ও নগেন হালদারকে বেঁধে চুল কেটে ও পিটিয়ে নির্যাতন করে। এসময় তারা আস্তানায় আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশীদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাধু জুলমত খাঁ জানান, দুর্বৃত্তরা আমাদের মাথার চুল কেটে অমানুষিক নির্যাতন করে আস্তানায় আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা তা জানা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ