Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে যুবদল নেতাকে গ্রেফতার

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : প্রেমের ফাঁদে ফেলে চেক ডিজঅনার মামলায় হবিগঞ্জ পৌর যুবদল নেতা মিজানুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মিজানুর রহমান শায়েস্তানগর এলাকার মতিউর রহমানের পুত্র ও পৌর যুবদলের সদস্য।
শুক্রবার রাত ১১টার দিকে ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআই পার্থ চক্রবর্তী জানান, মিজানুরের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় ৩ মাসের সাজা ও ৪০ হাজার টাকা জরিমানা হয়। কিন্তু আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছিল না।
তাকে গ্রেফতারে কৌশল অবলম্বন করা হয়। মহিলা পুলিশ দিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলা হয় এবং এতে সে ধরা দেয়। শুক্রবার রাত ১১টার দিকে মিজান তার প্রেমিক সেই মহিলা পুলিশের সঙ্গে দেখা করতে আসে। এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থেকে মিজানকে আটক করে পুলিশ।



 

Show all comments
  • Silpy ৩০ জুলাই, ২০১৬, ৩:৩৪ পিএম says : 0
    Nice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ