বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ডাকাত (৪৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের দুই কনস্টেবল।
শুক্রবার (২৯ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কাঁটাখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহত কনস্টেবলরা হলেন-আহসান হাবিব ও সেলিম রেজা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের কাঁটাখালী এলাকায় একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ডাকাতদল গুলি ও বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে ১০ মিনিট গুলি বিনিময় হয়। পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ডাকাত দল পিছু হটে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, তিনটি বোমা, তিনটি হাঁসুয়া, একটি চাপাতি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।