Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বাসাইল সড়কের নাকাশিম ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ৮:২৭ পিএম

টাঙ্গাইল-বাসাইল সড়কের নাকাশিম লাঙ্গুলিয়া নদীর উপর নির্মাণাধীন ব্রিজের ডাইভারসন (বিকল্প) সেতু ধসে যাওয়ায় জেলা সদরের দুইটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প বেইলী সেতুটি ধসে পড়ায় এ সড়কে চলাচলকারী কমপক্ষে ৫ লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছে। দ্রুত ডাইভারসন সেতু মেরামত করার দাবি উপজেলাবাসীর। শনিবার ভোর রাতে মালবাহী ট্রাক যাওয়ার সময় এই বিকল্প সেতুটি ধসে যায়।

টাঙ্গাইল-বাসাইল সড়কের নাকাশিম লাঙ্গুলিয়া নদীর উপর নির্মাণাধীন ব্রীজের কাজ শুরু হয় গত বছরের ১০ অক্টোবর। সেই সময় বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য সেতুর উত্তর পাশে ডাইভারসন (বিকল্প) সেতু নির্মাণ করা হয়। এই সেতুর উপর দিয়ে দুইটি উপজেলা বাসাইল সখিপুরের হাজার হাজার সিএনজি ও প্রাইভেটকারসহ বিভিন্ন প্রকার হালকা যানবাহন চলাচল করে থাকে। মালবাহী ট্রাক চলাচল নিষিদ্ধ থাকলেও তা নামানার কারণেই এই বিকল্প সেতুটি ধসে গেছে বলে জানায় ঠিকাদারী সংস্থা রানা বিল্ডার্সের সাইড ম্যানেজার সিয়াম।

এদিকে বিকল্প সেতুটি ধসে নদীর পানির সাথে মিলে গেছে। এর উপর দিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে হালকা যানবাহনগুলো ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছে। যে কোন সময় এটি নদীর পানির স্রোতে ভেসে যেতে পারে। ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনাও। দ্রুত বিকল্প সেতুটি মেরামত করার দাবি উপজেলাবাসীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ