Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে চুরি,ডাকাতি,মাদক,বাল্যবিয়ে রোধে দুর্গম চরাঞ্চলে জনসচেতনতামূলক সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ৮:০৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে চুরি,ডাকাতি,মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কাজিয়ার চর দারুল উলুম আরকান এবতেদায়ী মাদরাসা মাঠে জেলা পুলিশের সার্বিক তত্তাবধানে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান ও কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার প্রমূখ। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন বন্যার সময় ডাকাতি প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন হতে হবে। যারা চুরি, ডাকাতি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বাল্য বিয়ে বন্ধ করতে হবে। সন্তানরা যেন বিপদগামী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজ মাদক মুক্ত রাখতে হবে। শেষে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এক হাজার শিশুর মাঝে শিশু খাদ্য বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ