Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ৭:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। জানা গেছে, শনিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে ইসান খানসহ তার ৩-৪ জন বন্ধু পাগলা নদীর কালুপুর ঘাটে গোসল করতে গিয়ে সুমনের ছেলে ইসান খান (১৩) পানিতে ডুবে মারা যায়। এ সময় অপর এক বন্ধু শহিদুলের ছেলে সামিউল (১৩) নিখোঁজ হয়। পরে নিখোঁজ সামিউলকে শিবগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার করতে সক্ষম হয়। ইসান খান শিবগঞ্জ পৌর এলাকার রয়েল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র ও সামিউল স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, শনিবার দুপুর ২টার দিকে ইসান খানসহ তার ৩-৪ জন বন্ধু মিলে পাগলা নদীতে গোসল করার সময় ইসান খান ও সামিউলকে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করে। পরে এলাকাবাসীদের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ইসান খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ