Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ দলের সমন্বয়ক হওয়ার খবর ভুয়া : আমু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ৩:৩৬ পিএম

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়কের ভূমিকা পালন করে আসছিলেন সদ্য প্রয়াত, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর পদটিতে কে আসছেন তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ দলের নতুন সমন্বয়ক হিসেবে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নাম। তবে এ খবরকে ভুয়া হিসেবেই অবিহিত করেছেন আওয়ামী লীগের এই নেতা।

আজ শনিবার আমির হোসেন আমু গণমাধ্যমে বলেন, এসব খবরের কোনো ভিত্তি নেই, এসব ভুয়া খবর। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত ১৩ জুন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। তখন থেকেই অনেকের সঙ্গে আলোচিত হয়ে আসছিল আমির হোসেন আমুর নাম।

বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু আওয়ামী সভাপতিমণ্ডলীর সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন।

এ ছাড়া আমির হোসেন আমু ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের এই নেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ