Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সউদী ও কাতার থেকে ফিরেছেন ৮১০ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের কারণে সউদী আরবের রিয়াদে আটকে পড়া ৪১৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল ভোরে তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাতে কাতার থেকে ফিরেছেন আরও ৩৯৫ যাত্রী। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বলেন, করোনাভাইরাসের কারণে এই যাত্রীরা এতোদিন বাংলাদেশে আসতে পারেননি। তাদের অধিকাংশই প্রবাসী শ্রমিক। বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে ভোরে সউদী থেকে ৪১৫ জন দেশে ফিরেছেন।
এ ছাড়া রাতে কাতার থেকে ফিরেছেন আরও ৩৯৫জন যাত্রী। বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গতকাল কাতারের স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে কাতারের দোহা ত্যাগ করে। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, চার্টার্ড ফ্লাইটটি গত বৃহস্পতিবার ২৭৬ জন যাত্রী নিয়ে ইতালির রোমে যায়। সেখান থেকে দোহা হয়ে ফেরার পথে কাতারে আটকে পড়া ৩৯৫ বাংলাদেশি নাগরিককে নিয়ে দেশে ফেরেন। আগত সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। করোনার কারণে গত ২১ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট বন্ধ হয়। তবে চাটার্ড ফ্লাইট চালু ছিল। ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।

 



 

Show all comments
  • সত্য বলবো ৪ জুলাই, ২০২০, ১:৩২ এএম says : 0
    দেশে এমনিতেই বহু মানুষ বেকার হয়ে পড়েছেন তার ওপরে প্রবাসীরা এভাবে আসতে থাকলে তো বিপর্যয় দেখা দেবে।
    Total Reply(0) Reply
  • জাহিদ খান ৪ জুলাই, ২০২০, ১:৩২ এএম says : 0
    হে আল্রাহ তুমি তাদের প্রতি সদয় হও, কর্মের ব্যবস্তা করো।
    Total Reply(0) Reply
  • চাদের আলো ৪ জুলাই, ২০২০, ১:৩২ এএম says : 0
    এত মানুষের কর্মসংস্থান বাংলাদশ কিভাবে করবে??
    Total Reply(0) Reply
  • Abdul momen ৪ জুলাই, ২০২০, ৭:৩৫ এএম says : 0
    All Indian people send india
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ