Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মার্টফোনের কারণে স্যামসাংয়ের মুনাফা বেড়েছে

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : সম্প্রতি দুই বছরের মধ্যে সেরা প্রান্তিক আয়ের খতিয়ান প্রকাশ করেছে স্যামসাং। স্মার্টফোন বিক্রি বৃদ্ধি প্রতিষ্ঠানকে সহায়তা করেছে বেশি মুনাফা অর্জনে। খবর বিবিসি। কোম্পানির জুলাইয়ে প্রকাশিত নির্দেশিকা অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্যামসাংয়ের মুনাফা ১৮ শতাংশ বেড়ে পৌঁছেছে প্রায় ৮ দশমিক ১ ট্রিলিয়ন কোরিয়ান ওনে। এছাড়া কোম্পানির মোবাইল বিভাগে পরিচালন মুনাফা গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ওনে। স্যামসাং গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭এজ মডেল স্মার্টফোনের বিক্রি বৃদ্ধিই এর কারণ। স্মার্টফোন ও ট্যাবলেটের চাহিদা বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) বাড়তির দিকে থাকবে বলে আশা করছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট। তবে কোম্পানিটি বলছে, অন্য কোম্পানি নতুন কোনো ডিভাইস বাজারে নিয়ে এলে প্রতিযোগিতা আরো বাড়বে। বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বড় স্ক্রিনের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে যাচ্ছে স্যামসাং ইলেকট্রনিকস। এর বিক্রি সব রের্কড ছাড়িয়ে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠান। বাজারে স্যামসাংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাপল। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মার্কিন আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির হ্যান্ডসেট বিক্রি কমেছে ১৫ শতাংশ। চলতি প্রান্তিকেও বিক্রি কমার আশঙ্কায় রয়েছে অ্যাপল। অন্যদিকে স্যামসাংয়ের অন্য পণ্যগুলোর মধ্যে টেলিভিশনের চাহিদা গত ছয় মাসে (জানুয়ারি-জুন) অনেক হ্রাস পেয়েছে। কোম্পানি বলছে, ইউরোপের অর্থনীতির নাজুক অবস্থাই এর অন্যতম কারণ। তবে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও এয়ার কন্ডিশন ইউনিটের আয় বেড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মার্টফোনের কারণে স্যামসাংয়ের মুনাফা বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ