Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দে যুবক হত্যা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ৭:২৪ পিএম

গোপালগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্ব‌ন্দ্বে তুহিন মোল্যা (৩৫) নামে এক ব্যক্তি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ‍তুহিন চররয়রা গ্রামের আকরাম মোল্লার ছেলে ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সম্প্রতি সদর উপজেলার চর বয়রা জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়। শুক্রবার জুম্মার নামাজের সময় চর বয়রা গ্রামের মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যা গঠিত কমিটি নিয়ে গালিগালাজ করে। এ সময় ওই মসজিদে নামাজ পড়তে আসা আকরাম মোল্যা তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকেও গালিগালাচ করা হয়। এ বিষয়টি নিয়ে তার ছেলে তুহিন শুনতে গেলে মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাজু ফকির তুহিনকে ফুলকুচি (টেঠা) দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে পরিবার ও স্থানীয় লোকজন তুহিনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজুর মা সহ ২ নারীকে আটক করেছে পুলিশ। লাশের ময়না তদন্ত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে ।
এনিয়ে ওই এলাকা উত্তেজনা করছে, তাই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ