Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্ট ভেসে এল মরা ডলফিন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ৮:৪৭ পিএম

কক্সবাজারে সমুদ্র সৈকত আবারো ভেসে আসল ক্ষত-বিক্ষত ডলফিন।কিছু সময়ের ব্যবধানে মৃত্যু ঘটে ডলফিনটির।

ধারণা করা হচ্ছে, জেলেদের জালে অথবা ট্রলারে আঘাত পেয়ে কূলে ভেসে এসে মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১ জুলাই) সন্ধ্যার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ডলফিনটি ভেসে আসে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভুড়ি বেরিয়ে এসেছে। আঘাত পাওয়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুমূর্ষু ও ক্ষতবিক্ষত ডলফিনটি দেখতে উৎসুক জনতার ভিড় লেগেছে। দেখাগেল ডলফিনটির সাথে সেলফি ও তুলতে ব্যস্ত কিছু উৎসুক জনতা। পরে সৈকতের দায়িত্ব প্রাপ্ত এক পুলিশ সদস্য এসে জনতার ভিড় কমায়।

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন, সেভ দ্যা নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন জানান-মৃত ডলফিনটি দেখে অনুমান করা যায় মৃত্যু হয়েছে বেশিক্ষণ হয়নি।

তবে সাগরে মৎস্য আহরন নিষিদ্ধ সময়েও কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে জেলেরা মাছ শিকারের জন্য সাগরে যায়।

তাদেরই কোন জালে আটকে ও আহত হয়ে যে ডলফিনটি মারা গেল তা স্পষ্ট। তবে পোষ্ট মর্টেম রিপোর্টে কি আসে সেটি পরে জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ