Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের বিছনাকান্দিতে ভারতীয় খাশিয়ার গুলিতে নিহত ১ ব্যক্তি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ৮:২৮ পিএম

ভারতীয় খাশিয়াদের গুলিতে সিলেটে সিরাজ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গোয়াইনঘাটের সীমান্তবর্তী বিছনাকান্দি এলাকায় গরু চরাতে গিয়েছিলেন তিনি। উপজেলার রস্তমপুর ইউনিয়নের দমদমা গ্রামের মৃত ওয়াহিদ আলীর পূত্র নিহত সিরাজ। আজ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ উদ্দিন একটি গরু চরাতে গেলে গরুটি সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে পড়ে ভারতের অভ্যন্তরে। এসময় গরুটি নিয়ে আসার চেষ্টা চালালে তাকে লক্ষ করে গুলি ছুঁড়ে স্থানীয় ভারতীয় খাশিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদনের জন্য থানার এসআই জুনেলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ