Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে মাদক নিয়ে সংঘর্ষে পথচারী হত্যায় আড়াইশ’ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৯:২৭ পিএম

চাঁদপুর শহরের পুরান বাজারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পথচারী শামিম গাজীকে হত্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত শামীমের বাবা তাজুল ইসলাম সরদার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও আড়াইশ' জনকে অজ্ঞাত আসামি করে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ১ জুলাই দায়েরকৃত মামলা নং ৩।

শামীম হত্যায় জড়িতরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য একটি পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বেশ কিছুদিন যাবৎ চাঁদপুর পুরান বাজার ১নং ও ২নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির আদিপত্য বিস্তার কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।
কিন্তু পুরান বাজার পুলিশ ফাঁড়ি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার কারণেই একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।

সোমবার (২৯জুন) রাতে মাদক বিক্রি কেন্দ্র করে ফের দুই গ্রুপের সংঘর্ষে পথচারী শামীম গাজী কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

শামীমের পিতা তাজুল ইসলাম সরদার জানায়, প্রতিদিনের ন্যায় তার ছেলে সকালে কাজে যায়। রাতে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মাঝে পড়ে যায়। অন্ধকারে সংঘর্ষকারীরা তাকে বেদম পিটিয়ে আহত করে। সেখান থেকে শামীমকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করে। সেখানেই সকাল ৭টায় তার মৃত্যু হয়।
মাত্র দুই বছর আগে বিয়ে করে শামীম। সে অত্যন্ত ভদ্র, নম্র হিসেবে এলাকায় পরিচিত ছিল।

মাদক নির্মূল এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান এবং নিহত শামীম গাজী হত্যায় খুনিদের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ