Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে সংঘর্ষের পর পুরুষ শূন্য নিজড়া গ্রাম

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৪:০৮ পিএম

গোপালগঞ্জে করোনার মধ্যে চেয়ারম্যানের পিতার নামের ফুটবল টুর্ণামেন্টের খেলাকে কেন্দ্র করে সংর্ঘষের মামলায় নিজড়া গ্রাম পুরুষ শূণ্য হয়ে পড়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া গ্রামের সরদার বংশ ও মিনা বংশের মধ্যে গত ২৫ জুন এ সংর্ঘষের ঘটনা ঘটে । সংর্ঘষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয় । আহতদের মধ্যে ১০ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা করোনার কারণে গোপালগঞ্জের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে গত ২৫ জুন রাতে পুলিশ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখসহ ২শ’ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন ।
নিজড়া গ্রামের বাসিন্দা নাসির মিনা বলেন, নিজড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আজিজ সরদার করোনার মধ্যে তার বাবার নামে সোহরাব সরদার ৮ দলীয় ফুটবল টুনার্মেন্টের আয়োজন করে । চেয়ারম্যান নিজেই এ খেলা পরিচালনা করেছেন।
ঘটনার দিন আজিজ আমাকে মোবাইলে আমাদের লোকজনকে মাঠে আসতে বারন করেন। থানা থেকে খেলাধূলা বা জনসমাগম না করার জন্য বলেছে বলে চেয়ারম্যান আমাকে জানায়। ঠির এরপর পর মুহুর্তে দেখি মাঠে খেলা হচ্ছে । মাঠে চারপাশে অনেক লোক খেলা দেখছে। আমি তখন আজিজ চেয়ারম্যানকে মোবাইলে বলি আমাদের নিষেধ করলেন । আর আপনার বংশের লোকজন ফুটবল খেলছে । তখন আজিজ ও তার ভাই আমাদের বাড়ি এসে আমার ভাতিজা নুরইসলামসহ আমাকে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় । সেখানে গিয়ে করোনার মধ্যে জনসমাগম এড়ানোর জন্য এই টুর্নামেন্ট বন্ধ করার অনুরোধ করা হয়েছে। তাপরও আপনাদের লোকজন খেলছে। আমাদের লোকজন আসতে নিষেধ করা হলো । এবিষয় জানতে চাইলে ওই সময় আজিজ সরদারের ছোট ভাই ফুলমিয়া সরদার ক্ষিপ্ত হয়ে বলে ‘‘ আমরা টুর্নামেন্ট দিয়েছি তোদের কাছে শুনে দিতে হবে নাকি তোদের অনুমতি নিয়ে খেলতে হবে।” এরপর নুরইসলাম মিনার উপর চড়াও হলে সে পাল্টা কথা বললে সরদার বংশের লোকজন আমাদের উপর আক্রমন করে । পরে খবর পেয়ে মিনা বংশের লোকজন আসলে দু‘পক্ষের সংর্ঘষ হয় । এতে মিনা বংশের ১৫ জন আহত হয় । এ ঘটনায় মিনা বংশের অধিকাংশ পুরুষ গ্রেফতার ভয়ে বাড়িতে থাকতে পারছেনা ।
নিজড়া ইউপি চেয়ারম্যান সরদার আজিজ তার বাবার নামের ফুটবল টুর্নমেন্টের আয়োজনের কথা অস্বীকার করে বলেন, গত ২৫ জুন এলাকার ছোটরা দু’দলে ভাগ হয়ে নিজড়া স্কুলের মাঠে ফুটবল খেলছিলো। তখন তাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে । এ নিয়ে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়টি মিমাংসা করার জন্য আমরা চেষ্টা করছি ।
মামলার তদন্তকারী কর্র্মকর্তা এসআই সালাউদ্দিন বলেন, সংঘর্ষের বিষয়টি আমরা তদন্ত করছি । এ মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছি। আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ