Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

গাজীপুরে চুরি যাওয়া ১২ লাখ টাকার ব্যাটারি উদ্ধার, ট্রাকসহ আটক ৪

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৩:২৪ পিএম

গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা এলাকার একটি ফ্যাক্টরি হতে ১২ লাখ টাকার মুল্যের চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখা হতে প্রেরিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ্য করা হয়েছে যে, বুধবার রাতে শ্রীপুরের মাওনা এলাকার বেঙ্গল বি নামে একটি ফ্যাক্টরি হতে বিভিন্ন ব্যান্ডের ১৫০টি ব্যাটারি কুষ্ঠিয়া নিয়ে যাওয়ার সময় গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা হতে ট্রাকের ড্রাইভার হোটেলে ভাত খাওয়ার কথা বলে হোটেলে প্রবেশ করে। হঠাৎ করে সে ভাতে পোকা আছে বলে না খেয়ে সাথে থাকা ওই ফ্যাক্টরির প্রতিনিধি কাউসার কে রেখে ট্রাক নিয়ে টাঙাইলের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে গাজীপুর ডিবি পুলিশের এস আই আহসানুজজামন কালিয়াকৈর থানার এস আই ভজন চন্দ্র রায়, মানিকগঞ্জ, সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫৫টি ব্যাটারি ও ব্যাটারি বিক্রির ৩ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করেন। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ট্রাকের ড্রাইভার বাদশা সরদার (২২) শাকিল (৩৪) বাবুল রহমান (৩৮) ও আলমগীর হোসেন (২৭)। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ