বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে গেল জুনে দিনে গড়ে ১৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিনজন করে। মহানগর এবং জেলায় করোনা সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৪৮০ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৪৬৯ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৪ জন। আর বাসায় থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৪৪৫ জন।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৩ এপ্রিল। ৩১ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিলো দুই হাজার ৮৬৭ জন। আর মৃত্যুর সংখ্যা ছিলো ৭৪ জন। জুনের শুরু থেকে সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়তে থাকে। যা এখনও অব্যাহত আছে। স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা বলছেন, সংক্রমণ দ্রæত বাড়ছে। আবার টেস্টের হার বাড়ায় শনাক্তের হারও বাড়ছে। শুরুতে একটি ল্যাবে নমুনা টেস্ট হতো। এখন সরকারি বেসরকারি মিলে সাতটি ল্যাবে টেস্ট হচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৯৪ জনের নমুনা পরীক্ষায় আরো ৪৪৫ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৩২৪ জন, বাকি ১২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।