Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন আগামি ১৭ আগস্টের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার এজাহারটি গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ তারিখ নির্ধারণ করেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এ কথা জানান। গত ২৯ জুন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দন্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনকে আসামি করা হয়েছে। ঘটনার দিন বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা ‹মর্নিং বার্ড’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবে যায়। লঞ্চে ৫০ যাত্রী ছিল বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুড়িগঙ্গা

২২ নভেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ