Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাস সিলিন্ডারে মাদক, বাবা-ছেলে আটক

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

টাঙ্গাইলে অভিনব কায়দায় প্রাইভেটকারের ভিতরে গ্যাস সিলিন্ডার ভর্তি ৩৭৫ পিস ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব-১২। গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো: বাবলু প্রামানিক (৪৮) এবং বাবলু প্রামানিকের ছেলে মো: সাইদী প্রমানিক (২২) কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে প্রাইভেটকারের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাইভেটকার, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ