Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে একদিনে সর্বোচ্চ ৯ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৯

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৮:৩৩ পিএম

নাটোরের লালপুর উপজেলায় একদিনে নতুন করে সর্বোচ্চ আরো ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে লালপুর উপজেলায় একজন শিশু, দুইজন মেডিকেল স্টার্ফও একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম অক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আজ সন্ধ্যায় ইমেল বার্তায় তাকে নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা পজেটিভের খবর জানানো হয়েছে। গত ২৭তারিখে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। আজ তার রিপোর্টে ৯ জনের পজেটিভ এসেছে। এদের মধ্যে ২ জন নারী বাকি ৭ জন পুরুষ। তবে এর মধ্যে ফলোআপের জন্য দুইজনের নমুনা দেয়া হয়েছিলো আবারো তাদের পজেটিভ এসেছে।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি আক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আক্রান্ত ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। এবং আক্রান্ত ব্যাক্তির কন্টাকে যারা ছিলো আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ