Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় গেদু চাচার দাফন সম্পন্ন

কিংবদন্তীর চির বিধায়

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৭:৩৮ পিএম

যে গতিয়া থেকে শুরু সে গতিয়াতে শেষ। সেইখানে চিরনিদ্রায় শায়িত হলেন এ জাতির সূর্য সন্তান আমাদের সবার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা ও গেদুচাচা খ্যাত সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক। উনার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক।রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক ও গেদুচাচা খ্যাত বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ,পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য , ১৯৬৯ এর গনঅভ্যুত্থানের সময়ে নোয়াখালী জেলার সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক, ৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেয়ার পরের দিন পর ৮ ই মার্চ নিজ হাতে লাল সবুজের পতাকা তৈরি করেন এবং ৯ ই মার্চ ফেনীতে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ফেনীতে মুক্তিযুদ্ধের বিজয় মিছিলের নেতৃত্বদানকারী, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ ফাউন্ডিং ফোরামের চেয়ারম্যান, আজকের সূর্যোদয় ও সাপ্তাহিক সুগন্ধার প্রধান সম্পাদক, দৈনিক আজকের ঢাকার প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হকের নামাজের জানাজা করোনা সতর্কতায় আজ সকাল ৯ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্ব মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারন করেন মরহুমের মেজো সন্তান খোন্দকার রিফাত মোজাম্মেল হক, জাতীয় প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মইনুল আলম, সেগুন বাগিচা-তোপখানা বাসীর পক্ষে পিস
ফোরাম চেয়ারম্যন সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

জানাজা শেষে মরহুমের প্রতি জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকাস্হ ফেনী সমিতি, ছাগলনাইয়া সমিতি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ অর্পন করেন।

উপস্হিত ছিলেন সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, সাংবাদিক নেতা সোহেল হায়দার চৌধুরী, সাংবাদিক আজমল হক হেলাল,খোন্দকার বেলায়েত হোসেন, এড. আব্দুল্লাহ আল হারুন রাসেল, আলমগীর ভূইয়া রনি, আহমেদ উল্লাহ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মহসিন, এইচ এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, খোন্দকার তারেক রায়হান প্রমুখ নেতৃবৃন্দ।

জাতীয় প্রেস ক্লাবে প্রথম নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তাঁর গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া পূর্ব সোনাপুরে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩ টায় এই বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদা সরুপ গার্ড অব অনার প্রদান করা হয়। এর পর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পূর্বে মহুর্তে স্মৃতি চারন মুলক বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, মরহুমের ভগ্নিপতি ও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল হাই ভূঁইয়া, মরহুমের বড় ছেলে খোন্দকার তানভীর মোজাম্মেল হৃদয়, মরহুমের বাগিনা ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল, মরহুমের বাতিজা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি খন্দকার তারেক রায়হান প্রমুখ।

দ্বিতীয় জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়।

গেদুচাচার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা ও গেদুচাচা খ্যাত বিশিষ্ট সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় রাষ্ট্রপতি আবদুল হামিদ, মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নির তাপস, সুপ্রিম কোর্ট বারের আমিন উদ্দিন মানিক,চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাসির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল আলম চৌধুরী নওফেল, ফেনী জেলা আওয়ামী লীগের অভিবাবক আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী ২ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন হাজারী, ফেনী ১ আসনের এমপি শিরীন আখতার এমপি, ফেনী ৩ আসনের এমপি মাসুদ উদ্দিন চৌধুরী,
ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেনী জেলা শাখার সভাপতি এমরান পাটোয়ারী, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ফেনী প্রেস ক্লাব, ছাগলনাইয়া প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।

গত শনিবার গেদুচাচা ঢাকার সেগুনবাগিচা নিজ বাসায় ডায়াবেটিস জনিত কারনে শারিরীক অসুস্থতা দেখা দিলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রধান করে।
রবিবার সন্ধায় তাঁর শাসকষ্ঠ দেখা দিলে ঢাকা উত্তর বাড্ডা এএমজেট হাসপাতালে ভর্তি করানো হয়।
আজ সোমবার বিকেল ৪ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ পুত্র, ২ মেয়ে, ৩ ভাই, ৫ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ