Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনকিলাবের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন প্রবীন রাজনীতিবিদ এড. আব্দুর রকিব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৭:৩৬ পিএম

২০ দলের অন্যতম শীর্ষ নেতা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে দৈনিক ইনকিলাব সম্পাদক ও রিপোর্টারদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা বাক-স্বাধীনতার পরিপন্থি। গণতন্ত্রের মূল ভীত্তি হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা। এর মাধ্যমে নিশ্চিত হয় সংবাদ পত্রের স্বাধীনতা। আজ মঙ্গলবার (৩০ জুন) প্রদত্ত এক বিবৃতিতে তিনি আরো বলেন, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করতে গিয়ে সরকারের প্রতিহিংসায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে যা একান্ত উদ্দেশ্যে প্রণোধিত ও হয়রানিমূলক। এছাড়াও তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী। কালবিলম্ব না করে এই মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবী জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ