Inqilab Logo

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার উদযাপিত হচ্ছে না শাহজালাল (রহ.) ৭০১ তম ঊরুস মোবারক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৭:২৯ পিএম

করোনাভাইরাস পরিস্থিতিতে এবার উদযাপন হবে না হজরত শাহজালাল (রহ.)-এর ৭০১ তম ঊরস মোবারক । আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে হজরত শাহজালাল (রহ.) এর অফিসে এক বৈঠক শেষে শাহজালাল (রহ.) দরগাহ অফিসে একটি লিখিত বক্তব্য পাঠ করে ঘোষণা দেন দরগাই-ই হজরত শাহজালাল (রহ.) মর্জরদ ইয়ামনী (রহ.) সিলেটের সরেকওম মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান। লিখিত বক্তব্যে মোতওয়াল্লী বলেন, ফতেহ কোভিড-১৯-এর সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক সরকার কর্তৃক মহামারির প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন এলাকা লকডাউনসহ সামাজিক দূরত্ব বজায়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রতিদিন সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় অন্যান্য বছরের মতো পবিত্র উরুস আয়েজন করা কঠিন হবে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা ভাইরাসজনিত মহামারি বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতায় বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১৯ ও ২০ জিলক্বদ ১৪৪১ হিজরি, ২৭ ও ২৮ আষাঢ় ১৪২৭ বাংলা, ১১ ও ১২ জুলাই ২০২০ খ্রীস্টাব্দ রোজ শনিবার ও রোববার অনুষ্ঠিতব্য হজরত শাহজালাল মর্জদ ইয়ামনী (রহ.)-এর ৭০১ তম বার্ষিক পবিত্র ঊরুস মোবারক বিগত বছরগুলোর ন্যায় এই বছর উদযাপিত হবে না। কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চলমান ঝুঁকি বিবেচনায় রেখে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি লিখিত বক্তব্যে ভক্ত ও আশিকানগণকে দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধও জানানো হয়। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুআ খায়েরের মাধ্যমে পবিত্র উরুস মোবারকে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়ে লিখিত বক্তব্য শেখ করেন দরগাই-ই হজরত শাহজালাল (রহ.) মর্জরদ ইয়ামনী (রহ.) সিলেটের সরেকওম মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান এসময় উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক আলহজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, দরগাহ হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম তৌফিক আহমদ চৌধুরী লাভলু, হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরজা উদ্দিন সিরুল, সহ সাংগঠনিক সম্পাদক মো. ওয়ারিছ মিয়া, হাফিজ কারী মো. নিজাম উদ্দিন চৌধুরী, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ