Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের জামাইকে বিয়ের দাবীতে শাশুড়ির অনশন

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৭:২৩ পিএম

টাঙ্গাইলের সখিপুরে বিয়ের দাবিতে মেয়ের জামাইয়ের বাড়িতে অনশন করছেন এক শাশুড়ি (৫০)।

সোমবার (২৯ জুন) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গৃহবধূ বাড়িটির মূল দরজার সামনে বসে বিয়ের দাবিতে অনশন করছেন।

এ্ই ঘটনায় অভিযুক্ত জামাতা সখিপুরের কালিয়া ইউনিয়নের কুতুবপুর কলেজ মোড় এলাকার আবুল কারীর ছেলে মো. সাইদুল ইসলাম (৪৫)।

স্থানীয়রা বলেন, সাইদুলের প্রথম বিয়ের উকিল শ্বশুর হন ওই ইউনিয়নের শাপলা পাড়া গ্রামের ডাবলু মিয়া। এরই সুবাদে সাইদুল ডাবলুর বাড়িতে নিয়মিত যাওয়া-আসা করত। একপর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রী দুই সন্তানের জননীর সঙ্গে সাইদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এদিকে ওই গৃহবধূর অভিযোগ, সাইদুল বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে বিয়ের কথা বলা হলে নানা তালবাহানা করে। উপায়ান্তর না পেয়ে সোমবার সকালে বিয়ের দাবিতে তার বাড়িতে উঠে বসে।

অনশন করায় ওই শাশুড়িকে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন উকিল জামাতার মা ও বোন।

ঘটনাটি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বলেন, উকিল শাশুড়ির সঙ্গে সাইদুলের পরকীয়া সম্পর্ক থাকায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সম্প্রতি সাইদুলের সঙ্গে ওই উকিল শাশুড়ি আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে ধরা পড়ে।

এ বিষয়ে সখিপুর থানার এসআই (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

Show all comments
  • বেলাল ৩০ জুন, ২০২০, ১০:০৬ পিএম says : 0
    এভাবে শিরোনাম দেয়া ঠিক হয় নি।
    Total Reply(1) Reply
    • নিসারুল ইসলাম ৩০ জুন, ২০২০, ১১:৪৬ পিএম says : 0
      আপনার সাথে একমত । এসব গা ঘিন ঘিন করা খবর ছাপানো ইনকিলাবকে মানায়না ।

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ