Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই পড়ে গিয়ে মৃত্যু

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৫:২৩ পিএম

আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার দোরমুটিয়া গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত গোলযোগে ছোট ভাই মকসেদের ধাক্কা খেয়ে বড় ভাই কওসার মোড়ল (৬৫) ইটের উপর পড়ে মাথায় আঘাত পেয় আহত হয়। আহত অবস্থায় কেশবপুর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডা; সোনিয়া পারভিন আহত ব্যক্তিকে মৃত ঘোষনা করে। এঘনায় কেশবপুর থানা পুলিশ ছোটভাই মকসেদের স্ত্রী ওয়ার্ড আলীগের সভানেত্রী শেফালি বেগগমকে আটক করে থানায় নিয়ে আসে কেশবপুর থানা পুলিশ।
দোরমুটিয়া গ্রামের সাবেক ইউপিসদস্য আব্দুর রাজ্জাক বলেন, নিহত কওসার মোড়ল হার্ডের রুগী ছিলেন।
কেশবপুর থানার অফিসার ইনর্চাজ জসিম উদ্দিন জানান, হত্যার প্রকৃত রহস্য উদগঠনে লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ