Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৪:৫৭ পিএম

টাঙ্গাইলে অভিনব কায়দায় প্রাইভেটকারের ভিতরে গ্যাস সিলিন্ডার ভর্তি ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব-১২।
আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী জয়পুর হাট জেলার সদর থানাধীন বিষ্ণপুর এলাকার মৃত মহির উদ্দিন প্রমানিক এর ছেলে মো: বাবলু প্রামানিক (৪৮) এবং বাবলু প্রামানিকের ছেলে মো: সাইদী প্রমানিক (২২) কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকার, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব কমান্ডার বলেন, এ ধরনের অবৈধ মাদক বিরোধী আভিযানি কার্যক্রম চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ