বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের দক্ষিণে মেঘনা নদী ও সাগরের মোহনায় জোয়ারে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এতে বেচু (২৩) নামের এক জেলে নিহত ও সোহাগ (২০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ১১জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মেঘনা নদীর আমতলী এলাকা থেকে মৃত জেলের লাশ উদ্ধার করা হয়। এরআগে মঙ্গলবার ভোর ৪টার দিকে নিঝুমদ্বীপ থেকে ১২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। নিহত বেচু উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের গোলাম মাওলার ছেলে। নিখোঁজ সোহাগ আমতলী বাজার এলাকার জাবের হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাছ ধরার জন্য হাসান মাঝির একটি নৌকা নিয়ে ১৩জন জেলে মেঘনা নদীতে। মঙ্গলবার ভোর ৪টার দিকে তারা আমতলী সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় গেলে প্রচন্ড জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায়। এতে নৌকায় থাকা জেলেরা নদীতে পড়ে যায়। পরে জেলেদের চিৎকারে স্থানীয় লোকজন ও নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১১জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও বেচুন ও সোহাগ নামের দুই জেলে নিখোঁজ থাকে। মঙ্গলবার সকালে নিখোঁজ দুই জেলের মধ্যে বেচুনের লাশ উদ্ধার করা হলেও সোহাগ এখনো নিখোঁজ রয়েছে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকাটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলে সোহাগকে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।