বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বগুড়া শহরতলীর ফুলতলায় যুবলীগ নেতা বুশ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আকুল হোসেনকে (২৮) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির পার্শ্বে মাটির গর্ত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত আকুল ফুলতলা এলাকার আজমল হোসেনের ছেলে। যুবলীগ নেতা সাদ্দাম হোসেন বুশ হত্যা মামলার আসামি। নিহত আকুল এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে যেকোনো সময় আকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জঙ্গলের গর্তে লাশ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আকুল ফুলতলা এলাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী দুর্বৃত্তের হাতে নিহত যুবলীগ নেতা শাহীন গ্রুপের সদস্য ছিল। নিহত যুবলীগ নেতা শাহীন ও নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মজুন গ্রুপের বিরোধে এর আগে বেশ কয়েকজন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।