বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের মধুখালীতে মহান স্বাধীনতা যুদ্ধের ৪৯ বছর পর নতুন করে সৌভাগ্যবান ২১ জন মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন।
উপজেলা সমাজসেবা কর্যালয় সুত্রে জানা গেছে ২০১৬ খ্রিঃ অন লাইনে মধুখালী উপজেলায় মুক্তিযোদ্ধার গেজেট ভুক্ত হওয়ার জন্য আবেদন করেন ৫শ ৩৬ জন। ৫ নভেম্বর ২০১৭ খ্রিঃ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সামনে স্বাক্ষাতকার দেন ২শ ৩৬ জন। হাজির হন নাই ৩শ জন। না মঞ্জুর ১শ ৫২ দ্বিধাবিভক্ত সিদ্ধান্ত ৬০। যাচাই বাছাই কমিটি ২৪ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচন করে চুড়ান্ত গেজেট প্রকাশের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রেরন করেন। প্রেরিত ২৪ জনের মধ্যে ২১ জনের চুড়ান্ত গেজেট প্রকাশিত হয়। সৌভাগ্যবান ২১ জন মুক্তিযোদ্ধাগণ হলেন মৃত আব্দুল শেখ পিতা মৃত ফাইমউদ্দিন শেখ পশ্চিম গাড়াখোলা, আহম্মদ আলী মোল্যা পিতা মৃত মকিমউদ্দিন মোল্যা পশ্চিম গাড়াখোলা, মো.ইদ্রিস আলী পিতা মৃত মনসুর মোল্যা গ্রাম গোন্দারদিয়া, মো.রকিবুল ইসলাম পিতা মৃত মুন্সী মোস্তাক গ্রাম সালামাতপুর, মৃত কালীপদ দাস পিতা মৃত মনিন্দ্র নাথ দাস গ্রাম মাঝকান্দী ,আব্দুল খালেক বিশ্বাস পিতা মৃত আব্দুল আজিজ বিশ্বাস গ্রাম নিশ্চিন্তপুর, মো. বদরুল আলী মোল্যা পিতা মৃত আব্দুল হামিদ মোল্যা গ্রাম ডুমাইন, মো. আতিয়ার রহমান মোল্যা পিতা মৃত গোলাম রসুল মোল্যা গ্রাম ডুমাইন, মো.আলম মোল্যা পিতা মৃত গোলাম বাকী মোল্যা গ্রাম ডুমাইন, মৃত মো.সাত্তার শেখ পিতা মৃত ছদুল হক গ্রাম ডুমাইন, মৃত আমজাদ হোসেন পিতা মৃত রায়হান উদ্দিন গ্রাম ডুমাইন, শেখ রফিউল হোসেন পিতা মৃত শেখ আব্দুল গণি গ্রাম ডুমাইন, শেখ মো.মিজাবুল হক পিতা মৃত শেখ আব্দুল আজিজ গ্রাম ডুমাইন, মৃত আব্দুল মজিদ পিতা মৃত গোলাম হোসেন মোল্যা গ্রাম ডুমাইন, মৃত মোতাহার সিকদার পিতা মৃত জিতু সিকদার গ্রাম ডুমাইন, মৃত মো. গোলাম কুদ্দুস পিতা মৃত দলিল উদ্দিন গ্রাম ডুমাইন, প্রফুল্ল কুমার সরকার পিতা মৃত পঞ্চানন সরকার গ্রাম গোপিনাথপুর, ভবেন্দ্র নাথ সরকার পিতা মৃত অর্জুন সরকার গ্রাম গাজনা , বিমল চন্দ্র বিশ্বাস পিতা মৃত ভোলানাথ বিশ্বাস গ্রাম ব্যাসদী , উপেন্দ্র নাথ মন্ডল পিতা মৃত যুগোল চন্দ্র মন্ডল গ্রাম কোরকদি, মৃত রফিকুল ইসলাম বিশ্বাস পিতা মৃত আব্দূল হাকিম বিশ্বাস গ্রাম মোল্লা ডাংগী। সদ্য গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাদের বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহার কাছে তার মোবাইলে জানতে চাইলে তিনি জানান নতুন ২১ জনের প্রকাশিত গেজেট প্রাপ্ত হয়েছি। সরকারী বিধিমোতাবেক যা যা করনিয় সেটা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।