Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে আ.লীগ নেতা অপহৃত, মুক্তিপণ দাবি

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছারকে (৫৫) অপহরণ করেছে দুর্বৃত্তরা।অপহৃত নুরুল আবছার বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা মৃত সৈয়দ উল্লাহ ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে ১৫-২০ জনের অস্ত্রধারী দল তাকে তুলে নিয়ে যায় বলে জানা গেছে।
অপহৃতের ছেলে মিজানুর রহমান জানান, রাত ২টার দিকে একদল ডাকাত গোলবানের ঝিরি এলাকায় তার বাবার বাড়ির সংলগ্ন তার চাচাত ভাই মো. রিদুয়ান ও ছৈয়দ নুরের বাড়ি ডাকাতি করে। তাদেরকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। পরে তার বাবার ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অপহৃত নুরুল আবছারের ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতদল অস্ত্রের মুখে তার বাবাকে নিয়ে যায়। শুক্রবার ভোর ৪টার দিকে অপহরণকারীরা তার বাবার নম্বরে (০১৮৩৮-৯৭৭৩২০) ফোন করে ১০ লক্ষ টাকা দাবি করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, ঘটনাটি জানার পর আমি দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা চেষ্টা করছি অপহৃতকে শিগগিরই উদ্ধার করার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ